শাহজালালে ১ কোটি ৩০ লাখ ভারতীয় রুপিসহ আটক ২
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১০, ২০১৬ , ১২:২১ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
কাগজ অনলাইন প্রতিবেদক: হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ ভারতীয় মুদ্রা বহনের দায়ে আবুল বাশার নামের এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। এ ঘটনায় আবুল বাশারের সহযোগী আরও একজনকে আটক করা হয়।
শুক্রবার ( ১০ জুন) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটে শারজাহ হয়ে পাকিস্তান থেকে সকাল নয়টার দিকে শাহজালালে এসে পৌঁছায় আবুল বাশার।
গোপন সংবাদের ভিত্তিতে তার লাগেজ তল্লাশি করে প্রায় এক কোটি ৩০ লাখ ভারতীয় রুপি উদ্ধার করা হয়।
পরে আবুল বাশারের দেওয়া তথ্যানুযায়ী, বিমানবন্দরের বাইরে গাড়িতে অবস্থানরত তার এক সহযোগীকেও আটক করা হয়। দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।