আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৩

শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৩


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২২, ২০২২ , ১১:১৭ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


উপজেলা প্রতিনিধি শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কাভার্ডভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে তিনজন হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজন। নিহতরা হলেন, শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নের চানপুর গ্রামের লেচু মিয়ার ছেলে খোকন মিয়া (২৪), একই গ্রামের ফারুক মিয়ার ছেলে রহিম মিয়া (১৫) ও চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের দুবারিয়া গ্রামের তবারক উল্লার ছেলে জলফু মিয়া (৪৫)। পুলিশ জানায়, সন্ধ্যায় সিলেটগামী একটি কাভার্ডভ্যান ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে খোকন মিয়া মারা যান। আহত জলফু ও রহিমকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জলফু মারা যান। রহিমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে রহিম মারা যান। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জাগো নিউজকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।