আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন শিল্পার পাশে দাঁড়ালেন অভিনেত্রী রিচা চাড্ডা

শিল্পার পাশে দাঁড়ালেন অভিনেত্রী রিচা চাড্ডা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ২, ২০২১ , ১১:৫১ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  পর্নোকাণ্ডে স্বামী রাজ কুন্দ্রার গ্রেপ্তারের পর বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির ওপর দিয়ে রীতিমতো ঝড় বয়ে যাচ্ছে। কটাক্ষ, লাঞ্ছনা ধেয়ে আসছে চার দিক থেকে। রাজের পাশাপাশি শিল্পাকে নিয়েও অনলাইন মাধ্যমে অশারীন মন্তব্য করছেন অনেকেই। অধিকাংশেরই ধারণা, স্বামীর এ ধরনের কর্মকাণ্ডে শিল্পাও জড়িত ছিলেন। যদিও পুলিশ এখন পর্যন্ত এই কাজে তার সংশ্লিষ্টতা খুঁজে পায়নি। এদিকে, নিয়মিত পুলিশি জেরা, মানুষের কটুকথায় রীতিমতো বিধস্ত হয়ে পড়েছেন শিল্পা। এমন অবস্থায় তার পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী রিচা চাড্ডা।

বিচারাধীন একটি মামলার ইস্যুতে শিল্পা শেঠিকে নিয়ে সমালোচনা সহ্য করতে পারছেন না বলিউডের গুণী নির্মাতা হানসাল মেহতা। সম্প্রতি শিল্পার সমর্থনে তিনি একটি টুইট করেছেন। তাতে লিখেছেন, ‘আপনি যদি শিল্পা শেঠির পাশে না দাঁড়াতে পারেন, তা হলে তাকে একা ছেড়ে দিন। আইনকে বিচার করতে দিন। শিল্পাকে সম্মান দিন এবং তার গোপনীয়তা বজায় রাখতে সাহায্য করুন। দুর্ভাগ্যবশত যাদের জীবন জনসমক্ষে থাকে, তাদের সাহায্য করার কেউ থাকে না। বিচারের আগেই তাদের দোষী তকমা দিয়ে দেয়া হয়।’

হনসলের এই টুইটে নিজের দেওয়ালে তুলে এনেছেন রিচা। ক্ষোভের সঙ্গে তিনি লিখেছেন, পুরুষদের দোষের জন্য মেয়েদের দোষারোপ করা আমরা জাতীয় খেলা বানিয়ে ফেলেছি। রিচার করা সেই পোস্টে অনেকেই শিল্পার প্রতি সহানুভূতি জানিয়েছেন। কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন, শিল্পা দোষ না করলেও রাজের আয়ের উৎসটা কি জানতেন না? গত ১৯ জুলাই পর্নোগ্রাফি মামলায় শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। এরপর থেকে আদালতের নির্দেশে তিনি কারাগারে রয়েছেন।