আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন শিশুদের সঙ্গে কোয়েলের জন্মদিন

শিশুদের সঙ্গে কোয়েলের জন্মদিন


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৯, ২০২১ , ১:১৭ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিকের জন্মদিন ছিল বুধবার (২৮ এপ্রিল)। করোনার কারণে এবারের জন্মদিন ভিন্ন আয়োজনে পালন করেছেন এ অভিনেত্রী। অনাথ আশ্রমের একঝাঁক শিশুদের সঙ্গে নিয়ে জন্মদিন পালন করেছেন কোয়েল। বুধবার (২৮ এপ্রিল) সকাল থেকেই সাজ সাজ রব ছিল হাওড়ার ‘মায়ের আশা’ অনাথ আশ্রমে। কোয়েলের জন্মদিনের খুশিতে ঝলমলে ছিল শিশুদের মুখ। শিশুদের জন্য উপহার আর ভালো খাবার পাঠিয়েছে অভিনেত্রীর ফ্যান ক্লাব ‘টলি কুইন কোয়েল’। এমন তথ্যই প্রকাশ করেছেন আনন্দবাজার ডিজিটাল।

গত বছর কোয়েলকে ঘিরেই জন্মদিন পালন করেছিলেন ফ্যান ক্লাবের সদস্যরা। অভিনেত্রীকে সঙ্গে নিয়ে কেক কেটেছিলেন, আনন্দও করেছিলেন প্রচুর। এবার মা হয়েছেন কোয়েল। তাই ছোট্ট শিশুদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করে নিয়েছেন তিনি।

জানা গেছে, করোনার কারণে জন্মদিনের সব প্রোগ্রাম বাতিল করেছিলেন কোয়েল। শুধু রেখেছিলেন হাওড়ার ‘মায়ের আশা’ আশ্রমের অনুষ্ঠানটি। নিয়ম মেনে কেক, চকলেট, খাবার নিয়ে সেখানে হাজির হয়েছিল কোয়েল ফ্যান ক্লাবের সদস্যরা। অনলাইনে তাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন কোয়েল। শিশুরা অভিনেত্রীকে ভালোবাসা উপহার দিয়েছেন আর কোয়েল পাঠিয়েছেন আশীর্বাদ।