শিয়া মসজিদে হামলার সন্দেহভাজন ‘বন্দুকযুদ্ধে’ নিহত
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০১৬ , ১২:২১ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কাওছার (২৫) নামের এক জেএমবি সদস্য নিহত হয়েছেন। এ সময় দুই পুলিশ সদস্য আহত হন।
বুধবার ভোরে এ ঘটনা ঘটে। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, দু’টি গুলির খোসা, পাঁচটি হাতবোমা, দুটি ছুরি ও একটি চাপাতি উদ্ধার করা হয়।
জেলার মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি সার্কেল) গাজিউর রহমান জানান, নিহত কাওছার গত বছরের বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের হরিপুর বাসস্ট্যান্ড এলাকার মসজিদ-ই-আল মোস্তফা নামের একটি শিয়া মসজিদে মুসুল্লিদের ওপর সরাসরি গুলি হামলায় জড়িত।