শুক্রবার সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ১০:৩৫ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
কাগজ অনলাইন প্রতিবেদক: ৩ জুন শুক্রবার সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগ পরীক্ষা হবে। ৩ হাজার ৬১৬টি পদের বিপরীতে ১৮ হাজার ৬৩ জনের পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে।
১০০ নম্বরের পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে ১১টায় শেষ হবে। রাজধানীর ১৫টি কেন্দ্রে এ পরীক্ষা হবে।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক(নন ক্যাডার) শেখ শাখাওয়াৎ হোসেন স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার্থীদের ৯টা ২০ মিনিটের মধ্যে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে হবে। ৯টা ৩০ মিনিটে উত্তরপত্র দেওয়া হবে। ১০টায় প্রশ্নপত্র দেওয়া হবে। ৯টা ৪৫ মিনিটের পর কোনো পরীক্ষার্থী পরীক্ষা কক্ষে প্রবেশ করতে পারবেন না। এ ছাড়া প্রশ্নপত্র দেওয়া বা পরীক্ষা শুরুর পর কোনো পরীক্ষার্থী পরীক্ষা কক্ষের বাইরে গেলে পুনরায় কক্ষে প্রবেশ করতে পারবেন না।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, পরীক্ষার্থীদের ১০০ নম্বরের এমসিকিউ টাইপ লিখিত প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য পরীক্ষার্থী ১ (এক) নম্বর পাবেন। পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। বই-পুস্তক, ব্যাগ, হাতঘড়ি, মোবাইল ফোন বা কোনো প্রকার যোগাযোগ যন্ত্র আনা নিষিদ্ধ।
এই পরীক্ষা পদ্ধতি বাতিলের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন কিছু বেকার নার্স। বর্তমানে দেশে সাড়ে ২১ হাজার বেকার নার্স আছেন। এদের মধ্যে আবেদন করেছেন ১৮ হাজার ৬৩ জন। বাকিরা আবেদন করেননি।