আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন শুটিং ছেড়ে বেরিয়ে গেলেন চিত্রাঙ্গদা

শুটিং ছেড়ে বেরিয়ে গেলেন চিত্রাঙ্গদা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০১৬ , ৪:১৭ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


2016_06_14_15_44_12_apRFxZIRIuuLOi2thqBEbSxNjK2UOA_originalকাগজ অনলাইন ডেস্ক: আবেদনময়ী অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং ‘বাবু মশাই বন্দুকবাজ’ নামের একটি সিনেমার শুট করছিলেন। তার বিপরীতে ছবিতে আছেন মেধাবী অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। ছবির প্রয়োজনে একটি যৌনাবেদনময়ী দৃশ্যে অভিনয়ও করছিলেন তিনি।কিন্তু বারবার সেই দৃশ্যে শুট করতে আপত্তি লাগছিল তার। এক পর্যায়ে পরিচালক তাকে অশ্লীল ভাষায় গালি দিলে সিনেমার শুটিং ছেড়ে চলে যান চিত্রাঙ্গদা। এই সিনেমায় তিনি অভিনয় করছেন না বলেও সাফ জানিয়ে দেন তিনি!

বহুদিন আগেই ঘোষণা হয়েছিল যে ‘বাবু মশাই বন্দুকবাজ’ সিনেমায় নওয়াজের বিপরীতে অভিনয় করছেন চিত্রাঙ্গদা।কুশান নন্দীর পরিচালনায় এরইমধ্যে শুরু হয়েছে ছবির শুটিং। আর এই ছবিতেই একটি দৃশ্যে চিত্রাঙ্গাকে নওয়াজ়ের উপর বসে সেক্স সিন শুট করার কথা বলেন নির্মাতা।চিত্রাঙ্গদাও সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছিলেন সিনটি ঠিকঠাকভাবে করতে! কিন্তু বারবার রিটেকের পর মাথা গরম করে চিত্রাঙ্গদাকে গালিগালাজ শুরু করেন নির্মাতা। এসব সইতে না পেরে সেক্স-সিনন ফেলেই নির্মাতার সাথে তর্ক জুড়ে দেন চিত্রাঙ্গদা। এক পর্যায়ে এই সিনেমায় তিনি অভিনয় করছেন না বলেও মুখের উপর বলে দিয়ে শুটিং সেট ছেড়ে চলে যান তিনি।

তবে এ বিষয়ে মুখ খুলেনি কেউ। বরং চিত্রাঙ্গদা চলে যাওয়ার পর এখন শোনা যাচ্ছে সেই চরিত্রে অন্য কাউকে খুঁজছেন নির্মাতা কুশান নন্দী।