আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন শুটিংয়ে গুরুতর আহত টয়া, লেগেছে অস্ত্রোপচার

শুটিংয়ে গুরুতর আহত টয়া, লেগেছে অস্ত্রোপচার


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৫, ২০২২ , ৪:০৯ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :   নাটকের শুটিং সেটে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। চলন্ত ড্রোনের পাখার আঘাতে গুরুতর আহত হয়েছেন তিনি।  গতকাল বৃহস্পতিবার উত্তরার ৫ নম্বর সেক্টরে ভালোবাসা দিবস উপলক্ষে নির্মাণাধীন ‘ক্লোজআপ কাছে আসার গল্প’ ক্যাম্পেইনের একটি নাটকের শুটিং চলছিল। এ সময় দুর্ঘটনাটি ঘটে। নাটকটি পরিচালনা করছেন রাসেল শিকদার।

জানা গেছে, শুটিংয়ের প্রয়োজনে নাটকটির সেটে ড্রোন ওড়ানো হয়েছিল। শট নেওয়ার একপর্যায়ে হঠাৎ ড্রোনটি ছুটে এসে টয়ার চোখের ওপরে আঘাত করে। সঙ্গে সঙ্গে প্রচুর রক্ত ঝরতে থাকে। এরপর শুটিং বন্ধ করে তৎক্ষণাৎ টয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আঘাতটি বেশ গুরুতর হওয়ায় তার অস্ত্রোপচারও করা হয়। বর্তমানে বাসায় বিশ্রামে রয়েছেন এই অভিনেত্রী। এ বিষয়ে টয়া বা পরিচালক রাসেল কারো বক্তব্য পাওয়া যায়নি।