শুরুতেই ২ উইকেট নেই বাংলাদেশের, ‘ডাক’ মারলেন সাকিব
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২৫, ২০২১ , ১:৫৭ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস
দিনের শেষে প্রতিবেদক : মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। তবে ব্যাট হাতে শুরুটা ভাল হয়নি টাইগারদের। দ্বিতীয় ওভারেই অধিনায়ক তামিম ইকবাল ও সাকিব আল হাসানকে হারিয়েছে তারা। প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে ২ উইকেটে ৪৪ রান। লিটন দাস ২২ ও মুশফিকুর রহীম ৬ রানে ব্যাট করছেন। বাংলাদেশের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারের প্রথম বলেই তামিমকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন দুশমান্তা চামিরা।
আউট হওয়ার আগে তামিম করেন ৬ বলে ১৩ রান। চামিরার ওই ওভারেই সাজঘরে ফিরেন সাকিব। ৩ বলে কোনো রানই করতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার।
টাইগারের সামনে নতুন ইতিহাসের হাতছানি। শ্রীলঙ্কার বিপক্ষে আজ জিতলেই ঘুচিয়ে যাবে দীর্ঘদিনের আক্ষেপ। ক্রিকেটের অন্যতম পরাশক্তি শ্রীলঙ্কার বিপক্ষে অনেক সুখস্মৃতি আছে টাইগারদের। তবে তাদের বিপক্ষে কখনই ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। আজ জিতলেই সিরিজ বিজয় নিশ্চিত হয়ে যাবে টাইগারদের।