আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস শেষ ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

শেষ ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৯, ২০২১ , ১:০০ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন খেলায় জিতে সিরিজ জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ দল। সিরিজের চতুর্থ খেলায় ১০৫ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমেও হারতে হারতে শেষ পর্যন্ত জয় পায় সফরকারী অস্ট্রেলিয়া। সোমবার শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হবে। তবে সিরিজের শেষ ম্যাচে খেলার সম্ভাবনা কম দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। প্রথম তিন ম্যাচে টানা জয় পাওয়ায় চতুর্থ খেলায় একাদশে পরিবর্তন আনেনি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। তবে শেষ ম্যাচে একাদশে পরির্তন আনতে পারে স্বাগতিকরা। সবশেষ ম্যাচে জয় পাওয়ায় একাদশে পরিবর্তন নাও আনতে পারে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম ম্যাচে ১৩১ রানের পুঁজি নিয়েও ২৩ রানের দাপুটে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ১২১ রানে গুটিয়ে দিয়ে ৮ বল হাতে রেখে ৫ উইকেটে জয় পায় টাইগাররা। তৃতীয় ম্যাচে ১২৭ রান করেও দুর্দান্ত বোলিং করে ১০ রানের জয়ে প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ। শনিবার চতুর্থ ম্যাচে ১০৪ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশ হেরে যায় ৩ উইকেটে।
বাংলাদেশ: সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামিম হোসেন, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।
অস্ট্রেলিয়া: ম্যাথু ওয়েড, বেন ম্যাকডারমোট, মিসেল মার্শ, ময়েস হেনরিক্স, অ্যালেক্স কেরি, অ্যাস্টন টার্নার, ডেন ক্রিশ্টিয়ান, অ্যাস্টন অ্যাগার, মিচেল সোয়েপসন, অ্যান্ড্রু টাই ও জশ হ্যাজলউড।