আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব শেষকৃত্যে যাওয়ার সময় প্লেন দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত

শেষকৃত্যে যাওয়ার সময় প্লেন দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০২০ , ৬:৪২ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ইন্ডিয়ানায় যাওয়ার পথে লেক ওকোনির নিকটস্থ বনাঞ্চলে একটি ছোট প্লেন বিধ্বস্তের ঘটনায় একই পরিবারের ৫ জন নিহতের খবর জানিয়েছে কর্তৃপক্ষ। পুটনাম কাউন্টি শেরিফ হাওয়ার্ড সিলস স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ইটন্টনের উত্তরে অবস্থিত টানইয়ার্ড রোডের কাছে বিমানটি দুর্ঘটনার শিকার হয়। জরুরি দমকল বাহিনী বিমানের আগুন নেভাতে পারলেও কাউকে জীবিত উদ্ধার করতে পারেনি। পাঁচ জনের পরিবারে ৪ ও ৬ বছর বয়সী দুই সন্তান ছিল। পরিবারের সবাই নিউক্যাসেলে এক আত্মীয়ের শেষকৃত্যে যোগ দিতে যাচ্ছিল। কর্তৃপক্ষ বিমানটির পাইলট ও মালিক হিসেবে ফ্লোরিডার বাসিন্দা ৬৭ বছর বয়সী ল্যারি রে প্রুইটকে শনাক্ত করেছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য মতে, ফ্লোরিডার উইলস্টন থেকে উড়াল দেয় দুই ইঞ্জিনের বিমানটি। তারা এ দুর্ঘটনার তদন্ত শুরু করেছেন।