আজকের দিন তারিখ ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন শোয়েব আক্তারের গান ‘সোনাবানু’

শোয়েব আক্তারের গান ‘সোনাবানু’


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২১, ২০২০ , ১০:৫৭ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  মিডিয়া ভুবনে অভিনেতা হিসেবে শোয়েব আক্তার পরিচিত। তিনি এবার গায়ক হিসেবে পথচলা শুরু করলেন। লাভবক্সের ইউটিউব চ্যানেল থেকে তার প্রথম গান ‘সোনাবানু’ প্রকাশিত হয়েছে। এই গানের কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। সংগীত পরিচালনা করেছেন এ আর সারোয়ার। নাট্যপরিচালক বিপ্লব হায়দার নির্মিত ‘সোনাবানু’ গানের মিউজিক ভিডিওটি ইতিমধ্যে সাড়া ফেলেছে। এ প্রসঙ্গে শোয়েব আক্তার বলেন, আমি অভিনেতা হিসেবে মিডিয়াতে দীর্ঘদিন ধরে কাজ করলেও গীতিকার অনুরূপ আইচের একান্ত প্রচেষ্টায় গানের জগতে এসেছি। প্রথম গানেই ভালো সাড়া পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। এখন থেকে আমি অভিনয়ের পাশাপাশি গানেও নিয়মিত হবো।