আজকের দিন তারিখ ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস শ্রীলংকা সফরে বাংলাদেশ দলে নতুন ৩ মুখ

শ্রীলংকা সফরে বাংলাদেশ দলে নতুন ৩ মুখ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৯, ২০২১ , ২:২৭ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : শ্রীলংকায় পৌঁছে দল ঘোষণা করার কথা ছিল। যে কারণে বৃহস্পতিবার পর্যন্ত দল ঘোষণা না করে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছিলেণ, প্রাথমিক দল পাঠানো হবে শ্রীলংকায়। সেখানে প্রস্তুতি ম্যাচ খেলার পর ঘোষণা করা হবে চূড়ান্ত দল। একদিন পরই আজ জানা গেছে, শ্রীলংকা সফরের জন্য ২১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শুক্রবার দুপুর ১টার পর ঘোষিত এই দলে জায়গা পেয়েছেন তিন অনভিষিক্ত পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ, শরিফুল ইসলাম ও শহীদুল ইসলাম।
এছাড়া দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন অফস্পিনিং অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরী। ইনজুরির কারণে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। দুই টেস্ট খেলতে আগামী ১২ এপ্রিল শ্রীলংকার উদ্দেশে রওনা দেবে ২১ সদস্যের এই দল। লংকায় কোয়ারেন্টিন পর্ব শেষে করোনা টেস্টের ফলাফলের পর নিজেদের মধ্যকার একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এরপরই ঘোষণা করা হবে দুই টেস্টের মূল স্কোয়াড।
শ্রীলংকায় দুই ম্যাচের টেস্ট সিরিজ দুটিই হবে ক্যান্ডির পাল্লেকেলেত। প্রথমটি ২১ এপ্রিল ও দ্বিতীয়টি ২৯ এপ্রিল শুরু হবে। সেখানে বাংলাদেশ দলকে কোয়ারেন্টিনে থাকতে হবে তিন দিন। ২০১৭ সালের পর এটাই দ্বীপদেশে বাংলাদেশ দলের প্রথম সফর।
শ্রীলংকা সফরের প্রাথমিক স্কোয়াড : মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহীম, তামিম ইকবাল খান, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলি রাব্বি, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম চৌধুরী, শহীদুল ইসলাম ও কাজী নুরুল হাসান সোহান।