আজকের দিন তারিখ ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস শ্রীলঙ্কা সফরে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল

শ্রীলঙ্কা সফরে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৯, ২০২০ , ১১:১২ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : শর্ত না মানতে পেরে শ্রীলঙ্কা ক্রিকেটকে ফিরিয়ে দিয়েছে বিসিবিশর্ত না মানতে পেরে শ্রীলঙ্কা ক্রিকেটকে ফিরিয়ে দিয়েছে বিসিবি
এমন সিদ্ধান্ত যে আসছে সেটা অনুমিতই ছিল। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তই নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কা সফরে আপাতত যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ২৮ সেপ্টেম্বর, সোমবার এই সফরে না যাওয়ার কথা জানিয়ে দিয়েছেন।
করোনাভাইরাস প্রতিরোধে শ্রীলঙ্কা নিজ দেশে বিদেশ থেকে আগতদের জন্য কঠোর কোয়ারেন্টিনের বিধি-নিষেধ জারি করেছে। বাংলাদেশ ক্রিকেট দলের জন্যও ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের নিয়মের কথা জানিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এই সময়ের মধ্যে কোনো অনুশীলন করা যাবে না। জিমনেশিয়াম ব্যবহার করা যাবে না। সুইমিং পুলও ব্যবহার করা যাবে না। এমনকি ক্রিকেটারদের হোটেলে নিজ কক্ষে খাওয়া-দাওয়া করতে হবে। কিন্তু বিসিবি’র যুক্তি টানা ১৪ দিন শুধু হোটেলে নিজ কক্ষে থাকলে ক্রিকেটারদের ফিটনেস হারিয়ে যাবে। এমন অবস্থায় টেস্ট ক্রিকেটের জন্য মাঠে নামা ক্রিকেটারদের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। তাই এই কোয়ারেন্টিনের সময় কমিয়ে আনার অনুরোধ করেছিল তারা। যদি সেটা সম্ভবপর না হয় তাহলে বাংলাদেশ এই সফর নিয়ে ভিন্ন চিন্তা করবে।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সাফ জানিয়ে দিয়েছে এই অনুরোধ রাখা সম্ভবপর নয়। কারণ করোনাভাইরাস প্রতিরোধের জন্য শ্রীলঙ্কার সেনাবাহিনীর টাস্কফোর্স এবং স্বাস্থ্য মন্ত্রণালয় যে নিদের্শাবলি জারি করেছে সেই নিয়মের বাইরে যাওয়া সম্ভবপর নয়। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড আরও জানায়- বাংলাদেশ যদি কোয়ারেন্টিনের এই বিধি-নিষেধ পালন করতে না পারে তাহলে এই সিরিজ এখন আর সম্ভবপর নয়। পিছিয়ে সামনের বছরের কোনো সময়ে এই সিরিজের আয়োজন করা হবে। এই জটিলতায় পড়ে শেষ পর্যন্ত বিসিবিও জানিয়ে দিল তারা শ্রীলঙ্কা সফরে যাবে না। টেস্ট চ্যাম্পিয়শিপের এই সফরে শ্রীলঙ্কায় তিন টেস্টের সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের।
আপাতত সেই সিরিজ বছর খানেক পিছিয়ে প্রায় বাতিলের খাতায়!