আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ মিছিল

সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ মিছিল


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১৯, ২০২১ , ২:৪০ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


দিনের শেষে প্রতিবেদক : সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘু গোষ্ঠির উপর হামলার প্রতিবাদে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের উদ্যাগে আজ সকালে বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা, সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, তথ্য প্রযুক্তি ও যোগাযোগ সম্পাদক সামসুল আলম অনিক, সদস্য ব্যারিস্টার সজিব। ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সহ সভাপতি সোহরাব হোসেন স্বপন, সহ সভাপতি নাজমুল হোসেন টুটুল, সহ সভাপতি সৈয়দ আহমেদ, সহ সভাপতি মুরসালিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু।
সভায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাকসুদুর রহমান, প্রচার সম্পাদক আরমান হক বাবু, শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক আলতাফ হোসেন, সদস্য এমআর মিঠু, সদস্য মনির হোসেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশে মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।