আজকের দিন তারিখ ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন সংগীতের কালপুরুষের জন্মদিন আজ

সংগীতের কালপুরুষের জন্মদিন আজ


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২, ২০২২ , ২:০০ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : মাহফুজ আনাম জেমস, নাম শুনলেই একটি ছবি ভেসে ওঠে সবার মনে, ভেসে ওঠে এক রকস্টারের অবয়ব। যার গানে বহুরাত নির্ঘুম কেটে যায় হাজারো তরুণের, যে না থাকলে জমে না কোনো উৎসবের আসর, আজ সেই জেমসের জন্মদিন। কিংবদন্তি এই রকস্টার শুধুই জেমস নামে নন, ভক্তদের কাছে তিনি আবার শুধুই গুরু। সংগীতের এই কালপুরুষের ৫৮ তম জন্মদিন আজ। এই রকস্টারের জন্ম ১৯৬৪ সালে, নওগাঁয়। বেড়ে ওঠা এবং সংগীতে জড়িয়ে পড়ার পুরোটাই চট্টগ্রামে। নগর বাউল জেমসের বাবা ছিলেন সরকারি কর্মকর্তা। যিনি পরবর্তীতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পরিবারের একরকম দ্বিমতে সংগীতচর্চা শুরু করেন জেমস। একসময় তিনি সংগীতের জন্য ঘর ছেড়ে পালিয়ে যান।  সেখানে থেকেই তার সংগীতের মূল ক্যারিয়ার শুরু হয়। জেমস ১৯৮০ সালে প্রতিষ্ঠা করেন ব্যান্ড ‘ফিলিংস’। ১৯৮৭ সালে প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’ প্রকাশ পায়। ১৯৮৮ সালে ‘অনন্যা’ নামের একক অ্যালবাম প্রকাশ করে সুপারহিট হয়ে যান জেমস। এর পরের গল্প কেবলই সফলতার। অসংখ্য জনপ্রিয় গান তিনি উপহার দেন নব্বই দশকে। ব্যান্ড সংগীতকে নিয়ে যান অন্য উচ্চতায়। দেশ ছাড়িয়ে বলিউডের গানেও তুমুল জনপ্রিয়তা পান তিনি। স্টেজে নিয়মিত ব্যস্ত থাকলেও নতুন গানে অনেক বছরের বিরতি টেনেছিলেন। গত বছর ‘আই লাভ ইউ’ গানটি প্রকাশের মধ্যে দিয়ে সেই বিরতির অবসান হয়। জেমস জানিয়েছেন, দ্রুতই ভক্তদের জন্য আরও একটি নতুন গান নিয়ে হাজির হবেন তিনি। সেই গানের কাজ এখন চলছে।