আজকের দিন তারিখ ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব, সারাবিশ্ব লীড সতীত্ব পরীক্ষায় স্ত্রী ব্যর্থ, স্বামীর তালাক

সতীত্ব পরীক্ষায় স্ত্রী ব্যর্থ, স্বামীর তালাক


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০১৬ , ২:২৪ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব,সারাবিশ্ব লীড


India-talak-newsঅনলাইন ডেস্ক : সতীত্ব পরীক্ষায় ব্যর্থ হওয়াতে স্ত্রীকে তালাক দিলেন স্বামী। ঘটনাটি ঘটে ভারতে মহারাষ্ট্রের নাসিক জেলায়।

টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়, বিয়ের ৪৮ ঘন্টা পরই স্ত্রীর সতীত্ব পরীক্ষায় স্বামী সন্তুষ্ট না হতে পেরে তাকে তালাক দিয়েছেন। তবে গণমাধ্যমে স্বামী-স্ত্রীর নাম প্রকাশ করা হয়নি।

২১ মে বিয়ে হওয়ার পর ২২ মে স্বামী ওই স্ত্রীকে তালাক দেন। স্বামীকে বাসর রাতে একটি সাদা চাদর দেওয়া হয় গ্রামের পঞ্চায়েতের পক্ষ থেকে।
বাসর রাতের পর তাকে ওই চাদর ফেরত দিতে বলা হয়।

পঞ্চায়েতে সাদা চাদরে রক্তের কোনো ছাপ দেখা যায়নি। তাই পঞ্চায়েত তাকে তালাক দেওয়ার অনুমতি প্রদান করে।

সামাজিক কর্মী রঞ্জনা গভান্দে ও কৃষ্ণ চান্দগুদে টাইমস অফ ইন্ডিয়াকে জানায়, পুলিশি সহায়তায় মেয়েটি এখন মেডিকেল টেস্ট করবে। তাছাড়া সে দৌড় খেলা, লং জাম্প, সাইকেল চালানো ও অন্যান্য ব্যায়ামের সঙ্গে যুক্ত ছিল।

তারা আরও বলেন, পঞ্চায়েত কমিটির সঙ্গে বৈঠকের পর তারা সিদ্ধান্ত নিয়েছেন, এ বিষয়ে পুলিশকে লিখিত অভিযোগ জানাবে তারা।