আজকের দিন তারিখ ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন সত্য ঘটনা অবলম্বনে রোমেল ও পুতুলের জুয়াড়ি

সত্য ঘটনা অবলম্বনে রোমেল ও পুতুলের জুয়াড়ি


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ২৪, ২০২২ , ৪:৫২ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  সত্য ঘটনা অবলম্বনে ‘জুয়াড়ি’ নামে একটি অসাধারণ গল্পের নাটকে এই প্রথম মডেল ও অভিনেতা শাহেদ ওসমান রোমেল ও আইনুন পুতুল জুটি বেঁধে কাজ করলেন । বাস্তব ভিত্তিক এই অসাধারণ নাটকটি পরিচালনা করেছেন এস এম শাহীন । নাট্যরূপ লিখেছেন লিটু সাখাওয়াত । জুয়াড়ি নাটকটিতে আরো অভিনয় করেছেন- হিমে হাফিজ , ফারুক খান টিটু, আফিফ খান , আলআমিন , তানভীর প্রমুখ । অতিথি শিল্পী হিসেবে কাজ করেছেন শিমুল খান । কাজটির সাথে শুভাকাঙ্ক্ষী হিসেবে ছিলেন নাট্যকার অয়ন চৌধুরী।

এ প্রসঙ্গে আইনুল পুতুলের সাথে কথা বলে জানা গেছে , তিনি এ ধরনের সুন্দর গল্পে ও অভিনেতা রোমেল এর সাথে জুটি বেঁধে আরও কাজ করতে চান । আর অভিনেতা রোমেল বলেছেন , পুতুল সহ অভিনেত্রী হিসেবে চমৎকার । তার সাথে কাজ করে খুবই ভালো লেগেছে। এ বি ভিজুয়ালস এর ব্যানারে নাটকটি দেখা যাবে ইউটিউব চ্যানেলে । জুয়াড়ি নাটকটি প্রযোজনা করেছেন নাজমুল ইসলাম সোহাগ । ইতিমধ্যে নাটকটি দর্শক মনে জায়গা করে নিয়েছে । পুতুল ও রোমেলকে একসাথে জুটি বদ্ধ করে আরও নাটকে নেয়ার কথা জানালেন নাট্য পরিচালক এস এম শাহীন।