আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন সন্তান আসছে সাইফ-কারিনার ঘরে?

সন্তান আসছে সাইফ-কারিনার ঘরে?


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১, ২০১৬ , ১১:৪৪ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


Saif-Kareenaঅনলাইন ডেস্ক: কাপুর ও পতৌদি খান এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের পরিবারের নতুন অতিথিকে স্বাগত জানানোর। এর মানে হলো, খুব শিগগিরই প্রথম সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন সাইফ আলি খান ও কারিনা কাপুর খান দম্পতি। ভারতীয় গণমাধ্যগুলো এমনটাই প্রকাশ করেছে।

কিছুদিন আগে লন্ডনে গিয়েছেন সাইফিনা জুটি। সেখানের যাওয়ার উদ্দেশ্য অবকাশ যাপন নয় বরং বিনোদন ও ক্লান্তি দূরের জন্য সেখানে যাওয়া। কারণ, সাইফ চান তার স্ত্রী এখন (কারিনা কাপুর খান) সম্পূর্ণ বিশ্রামে থাকুক। এরপর থেকেই গুঞ্জন উঠেছে বেবোর মা হওয়া নিয়ে।

অন্যদিকে মিসমালিনীর দেওয়া একটি প্রতিবেদনে জানানো হয়েছে, ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী না-কি দুই মাসের অন্তঃসত্ত্বা। তবে এ বিষয়ে সাইফ অথবা কারিনা আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানাননি।