‘সন্ত্রাস সৃষ্টি করে সন্ত্রাস বন্ধের পায়তারা বন্ধ করুন’
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০১৬ , ১:০০ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
কাগজ অনলাইন প্রতিবেদক: সন্ত্রাস সৃষ্টি করে সন্ত্রাস বন্ধের পায়তারা বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সাম্যবাদী দল (এমএল)।
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ আহ্বান জানান সংগঠনের আহ্বায়ক কমরেড বাবুল বিশ্বাস।
গুপ্ত হত্যা, জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বাবুল বিশ্বাস বলেন, ‘দেশে কোনো জঙ্গি নেই, কারো মাঝে জাতিগত বিবেধ নেই। মূলত এসব বিবেধ তৈরি করছে যুক্তরাষ্ট্র। তারা শান্তিপ্রিয় এ দেশকে সিরিয়া, আফগানিস্তান বানাতে চায়। দেশে যে সকল গুপ্ত হত্যা চলছে, এর পেছনে তাদের ইন্ধন কাজ করছে। গোয়েন্দা সংস্থা মোসাদ এসব ষড়যন্ত্রের সঙ্গে জড়িত।’
তিনি বলেন, ‘তারা এ দেশে জঙ্গিবাদ সৃষ্টি করে সন্ত্রাস দমনের নামে নিজেদের বাহিনী নামাতে চায়। দেশটিকে ইরাক, সিরিয়া বানাতে চায়। এটি একটি গভীর ষড়যন্ত্র। আমাদের সকলকে এসবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।’
বাবুল বিশ্বাস শিগগির সকল ষড়যন্ত্র বন্ধ করার আহ্বান জানান। অন্যথায় কেউ রেহাই পাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি সারা দেশে জঙ্গিবাদ দমনে পুলিশের গ্রেপ্তারি কার্যক্রমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার আহ্বান জানান।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব সাইমুম হক, সদস্য কবি সুনীল বিশ্বাস, লুৎফর রহমান, শ্রমিক নেতা শামসুজ্জামান প্রমুখ।