আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব আশা জাগছে ইতালিতে, কমছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা

আশা জাগছে ইতালিতে, কমছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৩, ২০২০ , ৬:৩০ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : করোনায় মৃত্যুপুরীতে পরিণত ইউরোপের দেশ ইতালিতে নতুন করে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৪৩১ জন। আগের দিন শনিবার এ সংখ্যা ছিল ৬১৯। নতুন আক্রান্ত রোগীর সংখ্যাও কমেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন চার হাজার ৯২ জন। সংখ্যাটি অন্যান্য দেশের তুলনায় ব্যাপক হলেও ইতালিতে আগের দিনের চেয়ে ৬০২ জন কম। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও করোনায় প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংখ্যা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে। এমন খবরে আশা জেগেছে ইতালির জনমনে। লকডাউন ও অন্যান্য নির্দেশনা যথাযথ মেনে চলায় আক্রান্ত ও মৃত্যু হার কমেছে বলে মত বিশেষজ্ঞদের। এ ছাড়া সুস্থ হওয়ার হারও বেড়েছে সেখানে। রোববার প্রেস ব্রিফিংয়ে দেশটির নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৬৬৭ করোনা রোগী। সব মিলিয়ে প্রায় ৩৪ হাজার ২২১ জন সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরেছেন।