আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব সব মার্কিনিকে ফেরত নেয়া পর্যন্ত কাবুলে থাকবে সেনারা: বাইডেন

সব মার্কিনিকে ফেরত নেয়া পর্যন্ত কাবুলে থাকবে সেনারা: বাইডেন


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১৯, ২০২১ , ২:০৬ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, মার্কিন সেনাদের দেশে ফিরিয়ে নেওয়ার পূর্বনির্ধারিত তারিখের পরও আফগানিস্তানে তারা থাকতে পারে। সব মার্কিনিকে দেশে ফিরিয়ে নেয়ার পর তারা কাবুল ত্যাগ করবে। বৃহস্পতিবার বিবিসি এ খবর জানায়। বাইডেন চলতি মাসের শেষ দিকে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করে নিতে তারিখ নির্ধারণ করেছিলেন। তবে এখনও আফগানিস্তানে ১৫ হাজার মার্কিনি রয়েছেন।

বাইডেন বলেন, ‘যদি সেখানে (আফগানিস্তান) যুক্তরাষ্ট্রের নাগরিকরা অবশিষ্ট থাকেন, তবে তাদের বের করে নিয়ে আসতে আমরা অবশ্যই অবস্থান করবো। গত রোববার যুক্তরাষ্ট্র সমর্থিত আশরাফ গানি সরকারকে হটিয়ে কাবুলের ক্ষমতাগ্রহণ করে তালেবান। এ সময় বিপুল সংখ্যক আফগান বিমানবন্দর অভিমুখে ছুটতে থাকেন। তারা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেন। এতে বিমানবন্দরে ঝামেলাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়।

কাবুলের দখল তালেবানের হাতে থাকলেও বিমানবন্দরে অবস্থান করছেন মার্কিন সেনারা। তারা পশ্চিমা বিভিন্ন দূতাবাসের কর্মকর্তা-কর্মচারিদের নিজ দেশে ফিরে যেতে সহায়তা করে যাচ্ছেন।

কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে চার হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। অভিযোগ রয়েছে, যেসব আফগান দেশ ছেড়ে যাওয়ার চেষ্টা করছেন, তাদের পথ রোধ করছে তালেবান।