আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব, সারাবিশ্ব লীড সবচাইতে বড় যৌথ সামরিক মহড়া ন্যাটোর

সবচাইতে বড় যৌথ সামরিক মহড়া ন্যাটোর


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০১৬ , ১২:১৬ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব,সারাবিশ্ব লীড


americaঅনলাইন আন্তর্জাতিক ডেস্ক: সবচাইতে বড় যৌথ সামরিক মহড়ার আয়োজন করেছে ন্যাটো। ইতিহাসে সবচাইতে বড় এই যৌথ সামরিক মহড়ায় ৩১ হাজারের বেশি সেনা অংশ নিয়েছে। খবর বিবিসির।

মার্কিন, ব্রিটিশ, পোলিশ ও অন্যান্য ন্যাটো সদস্য দেশের সেনাদের অংশগ্রহণে পোল্যান্ডের সমুদ্র, স্থল ও আকাশপথে চলা এই সামগ্রিক মহড়ার নাম দেয়া হয়েছে এনাকন্ডা সিক্সটিন।

ন্যাটোর পরবর্তী সম্মেলনের আগেই এই মহড়া শুরু হলো। পোল্যান্ড ও বাল্টিক দেশগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক সেনা মোতায়েন করার ব্যাপারে এই সম্মেলন থেকে ন্যাটো নেতৃবৃন্দের সিদ্ধান্ত আসতে পারে বলে ধারনা করা হচ্ছে।

এদিকে ন্যাটোর এই মহড়া সম্পর্কে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলছেন, রাশিয়ার সীমান্তের এত কাছে ন্যাটো সেনারা অবস্থান নিলে সেটি তাদের দেশের নিরাপত্তার জন্য ঝুঁকি হিসেবে দেখা দেবে।