আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে ‘কেয়ার ফান্ডস পরিবার’

সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে ‘কেয়ার ফান্ডস পরিবার’


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২, ২০২৩ , ২:১৩ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে প্রতিবেদক : সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করছে ‘কেয়ার ফান্ডস পরিবার’। দিনমজুর, গরিব-দুঃখী, অসহায়, হিজড়া, প্রতিবন্ধীসহ সমাজের পিছিয়ে পড়া মানুষকে স্বাবলম্বীও আত্মনির্ভরশীল করার জন্য সংগঠনটি সর্বদা অঙ্গীকারবদ্ধ। অরাজনৈতিক ,অসাম্প্রদায়িক সামাজিক ও সাংস্কৃতিক এই সংগঠনটি শোকের মাসে বাংলা রাখাল রাজা স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উপলক্ষ করে স্যার সলিমুল্লাহ এতিমখানার এতিমদের মাঝে খাবার ও একটি ওয়াশিং মেশিন বিতরণ করেছে। পাশাপাশি রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় হিজড়াদের খাবার বিতরণ করেছে। এ প্রসঙ্গে সংগঠনটির সিইও নাসরিন লিপি বলেন, যারা সমাজে বৃত্তশালী আছেন তারা যদি সবাই এভাবে অসহায় গরিব দিনমজুর পাশে আসেন তাহলে আমাদের রাষ্ট্র সুখী ও সমৃদ্ধ হবে। আমরা আরো কাজ করে যেতে চাই এবং আমাদের আরো অনেক পরিকল্পনা ও রয়েছে। এসময় উপস্থিত ছিলেন- সিরিল শিকদার, জুটন চন্দ্র দাস, মো: সাইদুর রহমান, মো: জিহান আহমেদ এবং এম এ আমিন আরিয়ান।