আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন সম্পর্ক ভাল যাচ্ছে না জন-প্রিয়ার!

সম্পর্ক ভাল যাচ্ছে না জন-প্রিয়ার!


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০১৬ , ১২:০৯ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


john-abrahamঅনলাইন বিনোদন ডেস্ক: এ বছর বলিউডের অনেক তারকার প্রেমের সম্পর্কের পাট চুকে গেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আরবাজ খান-মালাইকা অরোরা, ফারহান আখতার-অধুনা ভবানী, রণবীর কাপুর-ক্যাটরিনা কাইফ। সেই তালিকায় যুক্ত হতে পারে জন অ্যাব্রাহাম ও প্রিয়া বানচালের নাম। এই দম্পতির বৈবাহিক সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না।

এ বিষয়ে জনের এক সহকর্মী বলেন, ‘ত‍ারা একে অপরকে নিয়ে চিন্তিত নন। তাদের সম্পর্ক খুব বেশি ভালো যাচ্ছে না। জন তার স্ত্রীর সঙ্গে একান্তে সময় কাটাতে চান। কিন্তু ক্যারিয়ার নিয়ে ব্যস্ততার কারণে তা সম্ভব হয়ে উঠছে না। এমনকি প্রিয়াকেও তার চাকরির কারণে যুক্তরাষ্ট্রে থাকতে হচ্ছে। ফলে দূরত্ব তৈরি হচ্ছে এই দম্পতির মাঝে। এ ছাড়া প্রিয়া জনের বন্ধুদের সঙ্গে স্বাচ্ছন্দবোধ করেন না।’

জন অ্যাব্রাহাম এখন ব্যস্ত ‘ঢিশুম’ ছবির প্রচারণা নিয়ে। এতে তার সহশিল্পী বরুণ ধাওয়ান ও জ্যাকুলিন ফার্নান্দেজ। এ বছর মুক্তি পাবে ছবিটি।