আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব সরকারি বাহিনীর বিমান হামলায় ১৩ তালেবান নিহত

সরকারি বাহিনীর বিমান হামলায় ১৩ তালেবান নিহত


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৬, ২০২১ , ২:০৮ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : আফগান সরকারি বিমান বাহিনীর হামলায় ১৩ তালেবান নিহত হয়েছে, আহতের সংখ্যা আট। দেশটির তাকহার প্রদেশের তালেকান শহরে এ হামলা চালানো হয় বলে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে শুক্রবার (৬ আগস্ট) জানিয়েছে এএনআই নিউজ। প্রতিবেদনে বলা হয়, হামলায় তালেবানের ৩৮টি আরপিজি, আটটি আর্টিলারি শেল ও কিছু এমুনিশন ধ্বংস হয়েছে। এছাড়া তালেবানের সহিংসতা নিয়ে শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক হবে বলেও জানানো হয়েছে।
এদিকে তালেবান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, তারা আফগান কর্মকর্তাদের ওপর হামলা চালিয়ে যাবেন। গত কয়েক সপ্তাহে আফগানিস্তানে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। দেশটির নিরাপত্তাবাহিনীর ওপর তালেবানের আক্রমণ ক্রমশ তীব্র হচ্ছে।