আজকের দিন তারিখ ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ সস্ত্রীক করোনা আক্রান্ত রসিক মেয়র

সস্ত্রীক করোনা আক্রান্ত রসিক মেয়র


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৪, ২০২০ , ২:২০ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


দিনের শেষে ডেস্ক  : রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান ও তাঁর স্ত্রী জেলী রহমানের করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁরা বাসায় চিকিৎসাধীন।মঙ্গলবার রংপুর জেলা সিভিল সার্জন হিরম্ব কুমার রায় এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য শাখার প্রধান আব্দুর কাইয়ুম জানান, শনিবার নগরীর বাবুখাঁয় স্থানীয় এক ব্যক্তির জানাজার নামাজে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন মেয়র। পরে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। করোনা আক্রান্ত হয়েছেন ধারণা করে ওইদিন সন্ধ্যায় মেয়র ও তার স্ত্রীর নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। সোমবার রাতে তাদের করোনা আক্রান্তের বিষয়টি রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে নিশ্চিত করা হয়েছে।