আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস/////, জাতীয় সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টায় ৩৭ জঙ্গিসহ ৯ শতাধিক আটক

সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টায় ৩৭ জঙ্গিসহ ৯ শতাধিক আটক


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১১, ২০১৬ , ২:৪১ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////,জাতীয়


policeকাগজ অনলাইন প্রতিবেদক:  চট্টগ্রামে পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন মিতু হত্যাকাণ্ডের পর সারাদেশে শুরু হওয়া পুলিশের সাঁড়াশি অভিযানের প্রথম ২৪ ঘণ্টায় ৩৭ জঙ্গি আটক হয়েছে। মিতু হত্যায় জঙ্গিদের হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার অভিযান শুরু হওয়ার পর থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এ ৩৭ জঙ্গিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহছান।

তবে গতকালই সারাদেশে ৯ শতাধিক আটক হওয়ার খবর পাওয়া গিয়েছিল। অভিযান আজও চলছে। সব মিলিয়ে আটকের সংখ্যা হাজার ছাড়িয়েছে।

কামরুল আহছান জানিয়েছেন, আটক ৩৭ জনের ২৭ জেএমবি সদস্য, সাতজন জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশের (জেএমজেবি) সদস্য। বাকি তিনজন অন্য সংগঠনের।

পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তা আরো জানিয়েছেন, এই ৩৭ জনের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সক্রিয়ভাবে জঙ্গি কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে। অভিযানে তাদের কাছ থেকে ১৫টি ককটেল, শুটারগান ও ৫০০ গ্রাম গানপাউডার উদ্ধার করা হয়েছে।

এদিকে যে হত্যাকাণ্ড ঘিরে এই সাঁড়াশি অভিযান শুরু সেই মিতু হত্যার মূল পরিকল্পনাকারীকে গ্রেফতারের দাবি করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার ইকবাল বাহার।