আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে লালপুরে মানববন্ধন 

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে লালপুরে মানববন্ধন 


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৬, ২০২৩ , ৬:৪১ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


লালপুর ( নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে গুরুদাসপুরে ওসি আব্দুল মতিন ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান সাকিবের অপসারণ এবং সমকাল প্রতিনিধি নাজমুল হাসানসহ সাংবাদিকদের উপর হামলাকারী নান্নু বাহিনীর দ্রুত গ্রেপ্তার দাবিতে মানববন্ধন করেছে লালপুর উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
শুক্রবার ( ৬ জানুয়ারি ) সকাল ১১টার দিকে লালপুর ত্রিমোহনী চত্বরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়।
মানববন্ধনে লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোত্তালেব রায়হানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সমকালের নাটোর জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলু, প্রথম আলোর জেলা প্রতিনিধি এ্যাড. মুক্তার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা নাটোর জেলা সভাপতি সালাহ উদ্দিন, লালপুর মডেল প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সেলিম,লালপুর থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক একে আজাদ সেন্টু, লালপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন প্রমূখ। এছাড়া অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের সহ সভাপতি অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি, দৈনিক নয়া দিগন্তের লালপুর প্রতিনিধি অধ্যাপক এসহানুল করিম তুহিন, দর্পনপ্রতিদিনের জামিরুল ইসলাম মাষ্টার, আমাদের সময়ের মাজহারুল ইসলাম তিব্বত ,, দৈনিক সোনালী সংবাদের আলা উদ্দিন জালালসহ অনন্ত ৪৫ জন সাংবাদিক।