আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// সাইকেল চালিয়ে শহীদ মিনারে আসছেন ভারতীয় ৮ নাগরিক

সাইকেল চালিয়ে শহীদ মিনারে আসছেন ভারতীয় ৮ নাগরিক


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৬, ২০২৩ , ২:২৯ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক : মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠায় শহীদ ভাষা সৈনিকদের আত্মাহুতির প্রতি সম্মান জানাতে ভারতের হুগলি জেলা থেকে ৮ সদস্যের একটি দল সাইকেল র‌্যালি নিয়ে বাংলাদেশে এসেছেন। ২১ ফেব্রুয়ারি তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে তারা শহীদ ভাষা সৈনিকদের বিদেহী আত্মার সন্মানে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন। নিজ এলাকা থেকে সাইকেল যাত্রা শুরু করে গেদে আন্তর্জাতিক চেকপোস্ট হয়ে সন্ধ্যার পর বাংলাদেশের দর্শনায় এসে পৌঁছেন। এরপর রাতে আলমডাঙ্গা ভিআইপি আবাসিক হোটেলে রাতযাপন শেষে সকালে পাবনা, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ হয়ে ১৯ তারিখ ঢাকায় পৌঁছবেন। প্রতিনিধি দলে রয়েছেন, শিক্ষক শৈবাল বন্দোপাধ্যায়, তার সহধর্মিণী মহুয়া বন্দোপাধ্যায়, বেসরকারি চাকরিজীবী অঞ্জন দাস, শিক্ষক শ্রীকান্ত মন্ডল, শিক্ষক প্রণব কুমার মাইতি, শিক্ষক রমজান আলী, ব্যবসায়ী সত্যব্রত ভান্ডারী ও শিক্ষক প্রসেনজিৎ সরকার। টিমলিডার শিক্ষক শৈবাল বন্দোপাধ্যায় বলেন, এ সাইকেল র‌্যালির উদ্দেশ্য হচ্ছে মায়ের ভাষার প্রতি সম্মান জ্ঞাপন, বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি ভালোবাসা প্রকাশ করা। এ টিমের সদস্য শিক্ষক রমজান আলী বলেন, বাংলাদেশের এসে উপলব্ধি করতে পারছি এ ধরনের একটি যাত্রা দুই দেশের মানুষের মধ্যে যেমন বন্ধুত্বের সম্পর্ক মজবুত করছে, তেমনই দুদেশের অভিন্ন সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সচেতন হতে আগ্রহী করছে।