আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস সাকিবের ব্যাপারে বোর্ড সিদ্ধান্ত নেবে: আকরাম খান

সাকিবের ব্যাপারে বোর্ড সিদ্ধান্ত নেবে: আকরাম খান


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ২২, ২০২১ , ১১:২২ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : সব সময় যেন আলোচনার কেন্দ্র বিন্দুতে থাকতে চান সাকিব আল হাসান। নতুন বিতর্ক জন্ম দেওয়া যেন অভ্যাসে পরিণত হয়ে গেছে তার। গতকাল শনিবার ( ২০ মার্চ) ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকফ্রেঞ্জিতে এক লাইভ আড্ডায় সাকিব বলেন, ‘আমি বিসিবির ইতিহাসের সেরা সভাপতি হবো।’ সাকিবের এমন মন্তব্য নিয়ে রবিবার রাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় বোর্ড কর্মকর্তারা এক জরুরি মিটিংয়ে বসেন। মিটিং শেষে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘পরবর্তী বোর্ড মিটিংয়ে সাকিবের মন্তব্যের বিরুদ্ধে বোর্ড সিদ্ধান্ত নিবে।’ সাকিবের অভিযোগ সে যে চিঠি দিয়েছে সেটা নাকি আপনি পড়েও দেখেননি? এমন প্রশ্নের জবাবে আকরাম খান বলেন, সাকিবের চিঠি আমি পড়িনি এটা ঠিক না। শ্রীলঙ্কার বিপক্ষে সে ( সাকিব) যদি টেস্ট খেলতে চায় তাহলে আইপিএলের জন্য দেওয়া এনওসি নিয়ে আমরা আলোচনা করবো।
একই সময় সাংবাদিকদের ব্রিফ করেন বোর্ড পরিচালক নাইমুর রহমান দুর্জয়। তিনি বলেন, জাতীয় দলের ক্রিকেটার হয়ে বোর্ডের বিরুদ্ধে কথা বলতে পারেন না সাকিব।
বারবার বেফাঁস করায় তারকা এই অলরাউন্ডারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না দুর্জয়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, সেই সিদ্ধান্ত নেওয়া হবে বোর্ড সভার পর। মিটিং শেষে বের হয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিবের বক্তব্যে অসন্তোষ প্রকাশ করে তিনি জানান, কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলে সেই সিদ্ধান্ত আসবে বোর্ড সভা থেকে।
দুর্জয়ের মতে, আমরা শুধু বোর্ড পরিচালকই নয়, আামরা সাবেক অধিনায়কও ছিলাম। তাই অন্তত সেই সম্মানটুকু তার করা উচিত।