Warning: file_put_contents(/data/wwwroot/dinersheshey.com/wp-content/plugins/covid-19-bangladesh-live/data/districts.json): failed to open stream: Permission denied in /data/wwwroot/dinersheshey.com/wp-content/plugins/covid-19-bangladesh-live/covid-19-bd-live.php on line 103
শুল্ক ফাঁকি: সাদা রঙকে নীল করেও রক্ষা হয়নি! - Diner Sheshey শুল্ক ফাঁকি: সাদা রঙকে নীল করেও রক্ষা হয়নি! - Diner Sheshey
Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 124
আজকের দিন তারিখ ২২শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় শুল্ক ফাঁকি: সাদা রঙকে নীল করেও রক্ষা হয়নি!

শুল্ক ফাঁকি: সাদা রঙকে নীল করেও রক্ষা হয়নি!


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০১৬ , ৪:২৮ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


Rahmat-কাগজ অনলাইন প্রতিবেদক: সিসি কম দেখিয়ে দেওয়া হয়েছে শুল্ক ফাঁকি। বাঁচতে সরিয়ে ফেলা হয়েছে নম্বরপ্লেট। সাদা রঙের বিলাসবহুল মার্সিডিজ গাড়ি পরিণত করা হয়েছে নীল রঙে।

শুল্ক গোয়েন্দা থেকে বাঁচতে মেরামতের নাম করে ফেলে রাখা হয়েছে গ্যারেজে। এতো ছল-চাতুরির পরও শেষ রক্ষা হয়নি। অবশেষে গ্যারেজ থেকেই জব্দ হল সেই বিলাসবহুল মার্সিডিজ কারটি।

শুল্ক ফাঁকি দেওয়া নীল রঙের মার্সিডিজ কার ৩৫৩-এএমজি-এফ কারটি জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ জুন) সকালে রাজধানীর কুড়িল বিশ্বরোডের কুড়াতলীর এ ওয়ান অটো মোটরস থেকে সেটি জব্দ করা হয়েছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, কারটির গায়ে ‘সি ২০০’ মডেল লেখা রয়েছে। এ মডেল অনুযায়ী কারটি ২০০০ সিসির। তবে অনুসন্ধানে জানা গেছে, এটি ‘এ৬৩ এএমজি এস’ মডেলের। মডেল অনুযায়ী সিসি ৪০০০ সিসির কার। শুল্ক ফাঁকি দিতে ২ হাজার সিসি দেখিয়ে কারটি আমদানি করা হয়েছে। কারটির মূল্য শুল্কসহ প্রায় দুই কোটি টাকা।

কারটির ভেতরে ও বাইরে সাদা রঙের হলেও সম্প্রতি বাইরে নীল রঙ করা হয়েছে। দরজা ও ভেতরে এখনো সাদা রয়েছে।

ধারণা করা হচ্ছে, নম্বরপ্লেট বিহীন কারটি ২০১৫ সালের মডেলের। সাম্প্রতিক সময়ে শুল্ক গোয়েন্দার বিশেষ অভিযানের খবরে গ্যারেজে রেখে গেছেন এর মালিক।

গ্যারেজ কর্তৃপক্ষ বলছে, দেড় থেকে দু’মাসের মধ্যে মেরামতের নাম করে গাড়িটি রেখে গেছেন। এরপর আর কেউ আসেননি।

ধারণা করা হচ্ছে, ১৫ থেকে ২০ দিনের মধ্যে কারটি গ্যারেজে রেখে গেছেন। গ্যারেজ কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য নিয়ে প্রকৃত মালিককে খুঁজে বের করা হবে বলেও জানান তিনি।

রোববার (১২ জুন) বারিধারার স্বদেশ মোটরস থেকে পরিত্যক্ত অবস্থায় সিডান অডিএ ৫, মাসিডিজ ই ২৪০, মাসিডিজ এমএল ৩৫০ ও বিএমডব্লিউ এক্স ৫ জিপ জব্দ করে শুল্ক গোয়েন্দা।


Notice: Trying to access array offset on value of type null in /data/wwwroot/dinersheshey.com/wp-content/themes/dinersheshey/panel/sit_style.php on line 130