আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস সাবেক আইসিসি কিউরেটরকে নিয়োগ দিলো বিসিবি

সাবেক আইসিসি কিউরেটরকে নিয়োগ দিলো বিসিবি


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৭, ২০২৩ , ৫:৫৪ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : সাবেক আইসিসি কিউরেটর টনি হেমিংকে দুই বছরের চুক্তিতে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অস্ট্রেলিয়ান এই কিউরেটর আজ সোমবার বাংলাদেশে এসেছেন।

আইসিসি ক্রিকেট একাডেমি, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রধান কিউরেটর হিসেবে কাজ করেছেন। এছাড়া পার্থের ওয়াকা ক্রিকেট গ্রাউন্ডের সয়েল অ্যাডভাইজর ও কনসালটেন্টের দায়িত্বেও ছিলেন। আইসিসির কিউরেটর হিসেবে ওমান ক্রিকেট একাডেমির পিচ কানসালটেন্ট হিসেবে কাজ করেছেন। এছাড়া ক্রিকেটের বাইরে পার্থের অপটাস স্টেডিয়াম এবং সৌদি আরবের কিং ফাহাদ ইন্টারন্যাশনাল ফুটবল স্টেডিয়ামের এরিয়া ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। শোনা যাচ্ছে, পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়ামের গ্রাউন্ড এবং উইকেটের কাজ করবেন টনি হেমিং।