আজকের দিন তারিখ ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য সাভারে ওয়ালটনের মিট দ্য ফাইটারস প্রোগ্রামে ১৬ কর্মকর্তা পুরস্কৃ

সাভারে ওয়ালটনের মিট দ্য ফাইটারস প্রোগ্রামে ১৬ কর্মকর্তা পুরস্কৃ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৫, ২০২২ , ৪:২৫ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে প্রতিবেদক :  বাংলাদেশের শীর্ষ ব্র্যান্ড ওয়ালটনের উদ্যোগে সাভারে ‘মিট দ্য ফাইটারস অ‌্যান্ড আইটি ট্রেইনিং প্রোগ্রাম-২০২২’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ওয়ালটন পণ্যের বিক্রয় বৃদ্ধিতে বিশেষ অবদান রাখায় ১৬ কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি বিভিন্ন প্লাজা বা সেলস আউটলেটে কর্মরত ওয়ালটন কর্মকর্তাদের আইটি পণ্যের মার্কেটে যোগ্য করে গড়ে তুলতে প্রযুক্তিগত প্রশিক্ষণ দেওয়া হয়। সোমবার (১২ ডিসেম্বর, ২০২২) সাভার ক্যান্টনমেন্টের গলফক্লাব হলরুমে দিনব্যাপী ওই প্রোগ্রামের আয়োজন করে ওয়ালটন প্লাজা সেলস অ্যান্ড ডেভেলপমেন্ট (পিএসডি-০২)। পিএসডি-০২ এর আওতায় সাভার, গাজীপুর ওয়েস্ট, মিরপুর এবং টাঙ্গাইল এরিয়ার বিভিন্ন প্লাজা এবং সার্ভিস ম্যানেজমেন্ট সেন্টারের দুই শতাধিক কর্মকর্তা এতে অংশ নেন।

যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোবাইল ফোন মনিটরের মোরশেদ তালকুদার এবং সাভারের রিজিওনাল সেলস ম্যানেজার অতনু রায়। এছাড়া, আইটি বিষয়ে কর্মকর্তাদের প্রশিক্ষণ দেন ওয়ালটন ডিজি-টেকের ট্রেইনিং অ‌্যান্ড ডেভেলপমেন্টের ম্যানেজার তারিকুল ইসলাম হৃদয়।

 

তিনি বলেন, ব্যবসায় সফলতা পেতে হলে প্রযুক্তি এবং প্রজন্মের মধ্যে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এক্ষেত্রে গ্রাহকই আমাদের শক্তি। এই শক্তিকে কাজে লাগিয়ে পথ চলতে হবে। এজন্য আইটিসহ নানা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ সবার পেশাগত উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সর্বত্র চ্যালেঞ্জ মোকাবিলা করেই আমাদের এগিয়ে যেতে হবে। ওয়ালটন প্লাজার প্রতিটি কর্মকর্তা নিজেকে একেকজন সেলস কনসাল্ট্যান্ট হিসেবে দেখবেন। আমরা তাদেরকে বিক্রয়কর্মী হিসেবে দেখছিনা। তারা সবাই সেলস কনসালট্যান্ট।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ালটন প্লাজার সিইও মোহাম্মদ রায়হান। তিনি বলেন, ডোমেস্টিক মার্কেটে সবচেয়ে চৌকস সেলস টিম ওয়ালটনের। যার নেতৃত্বে রয়েছে ওয়ালটন প্লাজা। সারা দেশে বর্তমানে প্লাজা রয়েছে ৫৮৭টি। বিশ্বব্র্যান্ড হয়ে ওঠার টার্গেটে ২০২৫ সালের মধ্যে এই প্লাজা ১২শ’তে উন্নীত করা হবে। আর ২০২৫ সালের মধ্যে দেশের ১ নম্বর সেলস নেটওয়ার্ক হবে ওয়ালটন প্লাজা। একই সময়ে দেশের মার্কেটে সব প্রোডাক্টের ক্ষেত্রে নিরঙ্কুশ মার্কেট শেয়ার অর্জন করার টার্গেট হাতে নিয়েছে ওয়ালটন। অর্থাৎ প্রতিটি প্রোডাক্টে মার্কেট শেয়ার থাকবে কমপক্ষে ৫১ শতাংশ।