আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস সালাউদ্দিন আরেকবার বাফুফে সভাপতি নির্বাচিত

সালাউদ্দিন আরেকবার বাফুফে সভাপতি নির্বাচিত


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ৪, ২০২০ , ১১:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : ভোটের ম্যাচ জিতলেন কাজী সালাউদ্দিন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পুনর্নির্বাচিত হয়েছেন তিনি। আরও চার বছরের জন্য বাফুফে’র শীর্ষ কর্তার চেয়ারে বসছেন সালাউদ্দিন।
এ নিয়ে টানা চার মেয়াদে সালাউদ্দিন বাফুফে’র সভাপতি নির্বাচিত হলেন। ২০০৮ সালে তিনি এই পদে প্রথম নির্বাচিত হয়েছিলেন।
শনিবার ৩ অক্টোবর বাফুফে’র নির্বাচনে সালাউদ্দিন ৯৪ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাদল রায় পেয়েছেন ৪০ ভোট। আলোচিত এ নির্বাচনে ১৩৯ ভোটের মধ্যে ভোট পড়েছে ১৩৫টি। মানে চারজন ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি! এরমধ্যে বাদল রায়ের চেয়ে ৫৪টি ভোট বেশি পেয়েছেন কাজী সালাউদ্দিন। তিনি পেয়েছেন ৯৪ ভোট। ৪০ ভোট পেয়েছেন বাদল রায়। সভাপতি পদের আরেক প্রার্থী শফিকুল ইসলাম মানিক পেলেন ১টি ভোট।
সিনিয়র সহ-সভাপতি পদে পাস আরেক সাবেক ফুটবলার সালাম মুর্শেদী। তিনি পেয়েছেন ৯১ ভোট। শেখ মোহাম্মদ আসলামের নামের পাশে ৪৪ ভোট।