সিএসই-৫০ সূচক সমন্বয়
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৯, ২০২৩ , ৫:৩২ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য
দিনের শেষে প্রতিবেদক : চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসই-৫০ সূচক সমন্বয় করা হয়েছে। সিএসইতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্সের ভিত্তিতে এ সূচক সমন্বয় করা হয়। সমন্বিত সূচকে তিনটি কোম্পানি নতুনভাবে যুক্ত হয়েছে। আর বাদ পড়েছে তিনটি কোম্পানি। সমন্বয়-পরবর্তী সূচক কার্যকর হবে আগামী ১ নভেম্বর থেকে। সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তথ্য মতে, সিএসই-৫০ সূচকে নতুন করে যুক্ত কোম্পানিগুলো হলো- আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড, বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও ইস্টার্ন ব্যাংক লিমিটেড।
আর ওই সূচক থেকে বাদ যাওয়া কোম্পানিগুলো হলো- অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস লিমিটেড, ইস্টার্ন হাউজিং লিমিটেড ও ওরিয়ন ইনফিউশন লিমিটেড। উল্লেখ, সিএসই-৫০ ইনডেক্স-এ অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর মূলধন বাজারের মোট নিবন্ধিত কোম্পানিগুলোর মূলধনের শতকরা প্রায় ৫৫.৭৫ ভাগ, ফ্রি-ফ্লোট বাজার মূলধন সকল নিবন্ধিত কোম্পানিগুলোর ফ্রি-ফ্লোট বাজার মূলধনের শতকরা ৫৯.০৯ ভাগ এবং সকল নিবন্ধিত কোম্পানিগুলোর বিগত ০৬ মাসের (৩০ জুন ২০২৩ পর্যন্ত) অ্যাভারেজ ডেইলি টার্নওভার হল ৪০.৮৩ ভাগ।