সিডনিতে করোনা সংক্রমণ বাড়ছে, ২০ বছরের যুবকের মৃত্যু
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৪, ২০২১ , ১:৫৫ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে ডেস্ক : অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনিতে করোনা সংক্রমণ ক্রমেই বাড়ছে। বুধবার শহরটিতে অন্তত ২৩৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২০ বছরের এক যুবকের। এর আগের দিন ১৯৯ জনের দেহে করোনা ভাইরাস পাওয়া যায়। খবর এনডিটিভির। সিডনিতে করোনার ডেল্টা বা ভারতীয় ধরন হানা দিয়েছে দু-তিন সপ্তাহ আগেই। শহরটিতে কঠোর লকডাউন জারি করা হয়েছে। এ পরিস্থিতিতে বুধবার সেখানে ২০ বছরের এক যুবক মারা গেছেন। তাকে করোনার শিকার অস্ট্রেলিয়ার সবচেয়ে কম বয়সীদের একজন মনে করা হচ্ছে।
সিডনির কর্তৃপক্ষ জানায়, মৃত ওই ব্যক্তি করোনার টিকা নেননি। আক্রান্ত হওয়ার পর ১৩ দিন তিনি বাড়িতে নিঃসঙ্গ থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। মৃত ওই ব্যক্তি থাকতেন আরো একজনের সাথে। ওই ব্যক্তিও করোনা আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।
অস্ট্রেলিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, এ মৃত্যু করোনা ভাইরাসের ঝুঁকিকে সামনে নিয়ে এসেছে। সেইসঙ্গে টিকা নেওয়ার গুরুত্বও স্পষ্ট করেছে। আগামী ২৮ আগস্ট সিডনির লকডাউন তুলে নেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এর মধ্যেই শহরটির ৫০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে চায় কর্তৃপক্ষ।