সিত্রাংয়ের তান্ডবে উপকূলীয় বাউফলে হাজারোর্ধ বসতঘর বিধ্বস্ত
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৭, ২০২২ , ১০:৪৬ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ
বাউফল (পটুয়াখালী) : ঘূর্নিঝড় সিত্রাংয়ের প্রভাবে উপকূলীয় পটুয়াখালীর বাউফলে সিত্রাংয়ের তান্ডবে হাজারোর্ধ বসতঘর বিধ্বস্ত হয়েছে। চর ও নি¤œাঞ্চলের কয়েশ’ পুকুর ও মাছের ঘের ভেসে গেছে পানিতে। বহু গাছপালা উপড়ে ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। ব্যাপক ক্ষতি হয়েছে শীতকালিন শাকসবজি ও থোর আসা রোপা আমনের। সাইক্লোন সেল্টারে আশ্রয় নেয়া সাধারন মানুষ ফিরে যেতে শুরু করেছে বসতঘরে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুব আলম তালুকদার ঝান্টা জানায়, প্রাথমিক ভাবে কয়েকশ’ পুকুর ও মাছের ঘের ভেসে গিয়ে ব্যাপক ক্ষতির ক্থা জানা গেছে। গাছপালা উপড়ে পড়ে উপজেলার বিভিন্ন এলাকায় বহু আধাপাকা ও কাঁচা বসতঘর লন্ডভন্ড হয়েছে। ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি। কৃষি সেক্টরে শীতকালিন শাকসবজি ও থোর আসা রোপা আমনেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে জীবনহানীর কোন খবর পাওয়া যায়নি। বিভিন্ন সেক্টরের কর্মকর্তারা মাঠে ক্ষয়ক্ষতির তালিকা তৈরী করতেছেন।