আজকের দিন তারিখ ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন সিন্ডিকেট’ এর বাজিমাত, কুড়াচ্ছে ভূয়সী প্রশংসা

সিন্ডিকেট’ এর বাজিমাত, কুড়াচ্ছে ভূয়সী প্রশংসা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৪, ২০২২ , ৩:৩৪ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  ঈদ মানেই আনন্দ। আর সেই আনন্দে নতুন মাত্রা যোগ করেছে এবার ঈদে ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পাওয়া সিরিজ ‘সিন্ডিকেট’। জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন পরিচালিত ৭ পর্বের এই সিরিজটি মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে দর্শকমহলে ভূয়সী প্রশংসা কুড়াচ্ছে। শুধু তাই নয়, চরকির ইতিহাসে এটি এখন পর্যন্ত সর্বাধিক ভিউ বলেও জানিয়েছেন তারা। সেদিক থেকে এবার ঈদে যেন রীতিমত বাজিমাত করলো ‘সিন্ডিকেট’।

শুরু থেকেই সিরিজটি নিয়ে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। মুক্তির পর দর্শক ঝাপিয়ে পড়ে সিরিজটি দেখতে। দেখতে বসে হতাশ হননি কেউ, বরংচ ভাসিয়েছেন প্রশংসায়। নির্মাতার নির্মাণ মুন্সিয়ানা, গল্পের প্লট, সিনেমাটোগ্রাফারের সিনেমাটোগ্রাফি, অভিনয়শিল্পীদের নজরকাড়া পারফর্মেন্স, ভিডিও সম্পাদনা থেকে শুরু করে সবকিছুই যেন রয়েছে প্রশংসার তালিকায়।

এই সিরিজের মধ্য দিয়ে প্রথমবারের মত জুটি বেঁধেছেন জনপ্রিয় তারকা আফরান নিশো ও নাজিফা তুষি। এছাড়াও রয়েছেন তাসনিয়া ফারিণ, অর্ণব অন্তু, শতাব্দী ওয়াদুদ, রাশেদ মামুন অপু, নাসির উদ্দিন খান, এলিনা শাম্মী প্রমুখ। প্রথম সারির অভিনয়শিল্পী থেকে শুরু করে একটি দৃশ্যে অভিনয় করা শিল্পী পর্যন্ত তাদের অভিনয়ের জাত চিনিয়েছেন সিরিজটিতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলে শুধু সিরিজটির প্রশংসাই লক্ষ্য করা যাচ্ছে।

শুধু তাই নয়, সিরিজটিতে সাদাত হোসাইনের ‘কাজল চোখের মেয়ে’ কবিতার যেন সদ্যবহার হয়েছে এখানে। নিশোর আবৃত্তিতে এবং সাবলীল অভিনয়ে কবিতাটি যেন প্রাণ খুঁজে পেয়েছে। এই দৃশ্যটি রীতিমত ভাইরাল বলা চলে।

সিরিজটির অভিনেত্রী নাজিফা তুষি জানান, একে তো একদম নতুন একটা টিমের সঙ্গে কাজ। তাদের সবার সঙ্গেই আমার প্রথম কাজ ছিলো এটি। কাজটি করার সময়েও বুঝতে পারিনি যে, এটি এত বেশি সাড়া পাবে। মুক্তির পর এত বেশি সাড়া পাচ্ছি, সবার এত এত পজেটিভ মন্তব্য পাচ্ছি- যা দেখে আমি সত্যি অনেক বেশি আনন্দিত। আমাকে তো সবাই এখন ‘কাজল চোখের মেয়ে’ বলেই ডাকতে শুরু করেছে। এই দৃশ্যটা করার সময়েও আমরা বুঝতে পারিনি যে, এটা এত বেশি সাড়া পাবে।