আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস সিরিজ নির্ধারণী ম্যাচ টাই, ভারতের সঙ্গে সিরিজ ভাগাভাগি বাংলাদেশের

সিরিজ নির্ধারণী ম্যাচ টাই, ভারতের সঙ্গে সিরিজ ভাগাভাগি বাংলাদেশের


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২২, ২০২৩ , ৫:৪৮ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক :আগে ব্যাট করে ফারজানা হকের সেঞ্চুরিতে ৪ উইকেটে ২২৫ রান তুলেছিল বাংলাদেশ নারী দল। তাড়া করতে নেমে এক পর্যায়ে ২ উইকেটে ১৩৯ রান ছিল ভারতের নারী দলের। তবে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জমিয়ে তুলে বাংলাদেশ। তবে ২১৭ রানে নবম উইকেট পড়ে যাওয়ার পর শেষ উইকেট জুটিতে ৮ রান তুলে স্কোর সমান করে ফেলে ভারতের মেয়েরা। পরের বলেই মারুফা আক্তার ভারতের শেষ ব্যাটার মেঘনা সিংকে কট বিহাইন্ড করে দিলে ‘টাই’ হয়ে যায় ম্যাচ। ম্যাচের মতো সিরিজেও সমতা। প্রথম ম্যাচ জিতেছিল বাংলাদেশ, দ্বিতীয়টিতে ভারত। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হলো তাই ১–১–এ।