আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব, সারাবিশ্ব লীড সিরিয়ার মাজারে হামলায় নিহতের সংখ্যা বেড়ে- ২০

সিরিয়ার মাজারে হামলায় নিহতের সংখ্যা বেড়ে- ২০


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০১৬ , ১১:০৮ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব,সারাবিশ্ব লীড


Blasts20অনলাইন আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কের সাইয়েদা জয়নব মাজারে পৃথক দু’টি বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০য়ে দাঁড়িয়েছে। শনিবার শিয়া মাজারটিতে হামলা চালানো হয়। ওই হামলার দায় স্বীকার করে নিয়েছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। খবর ডনের।

সিরিয়ার একটি পর্যবেক্ষণ সংস্থা নিহতের সংখ্যা নিশ্চিত করেছে। ওই মাজারে এর আগেও বহুবার হামলা চালিয়েছে আইএস। এতে বহু হতাহতের হয়েছে।

এর আগে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছিল ওই হামলায় কমপক্ষে ৮ জন প্রাণ হারিয়েছে। তবে দেশটিতে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস জানিয়েছে ওই হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। এদের মধ্যে ১৩ জনই বেসামরিক নাগরিক।

তবে ওই ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হওয়ায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে মানবাধিকার সংস্থাটি আশঙ্কা প্রকাশ করেছে।

এদিকে আইএসের দাবী তাদের দুই আত্মঘাতী যোদ্ধা নিজেদের বোমা মেরে উড়িয়ে দিয়েছে। ওই মাজারটি দামেস্কের কেন্দ্র থেকে ১০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

এ বছরের শুরুর দিকে ইসলামিক স্টেট (আইএস) ওই মাজারে দু’বার হামলা চালিয়ে দেড় শতাধিক মানুষকে হত্যা করে।

এক আত্মঘাতী বিস্ফোরক বেল্ট পরে মাজারের প্রবেশদ্বারে প্রথম হামলা চালায়। এরপর ওই মাজারের কাছেই আলতিন সড়কে আরো একটি গাড়িবোমা হামলা চালানো হয়।