আজকের দিন তারিখ ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব সিরিয়ায় ভয়াবহ হামলায় নিহত ৬, কুর্দিদের দিকে আঙুল তুরস্কের

সিরিয়ায় ভয়াবহ হামলায় নিহত ৬, কুর্দিদের দিকে আঙুল তুরস্কের


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৩১, ২০২১ , ১২:২২ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :   যুদ্ধবিধ্বস্ত সিরিয়া যখন ধীরে ধীরে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরছে, তখনই আফরিন প্রদেশে ভয়াবহ বোমা হামলায় কমপক্ষে ৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ২৫ জন।  তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার (৩০ জানুয়ারি) আফরিন শহরের প্রাণকেন্দ্রের শিল্প এলাকায় গাড়িবোমা হামলা হয়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে।

হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে তুর্কির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, সিরিয়ার সশস্ত্র কুর্দি বাহিনী এই হামলা চালিয়েছে। এ ঘটনার পর সেখানে বেশ তৎপরতা চালাচ্ছে তুর্কি বাহিনী। হামলার বিষয়ে সিরীয় সরকার এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সিরিয়া-তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলে কুর্দিরা বেশ শক্ত অবস্থানে। কুর্দিদের সন্ত্রাসী গোষ্ঠী অ্যাখা দিয়ে আসছে তুরস্ক। ২০১৮ সালের রক্তক্ষয়ী অভিযানে আফরিন থেকে কুর্দিদের হটানো হয়েছিল। কিন্তু অঞ্চলটিতে এখনো থেমে থেমে সংঘাত হয়। আফরিনে এখনো অনেক তুর্কি সেনা অবস্থান করছে। এতে তাদের আধিপত্য ধরে রেখেছে।