আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ সিলেটে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

সিলেটে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৯, ২০১৬ , ১২:৪৩ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


13সিলেট: সিলেটে ট্রেনের নিচে কাটা পড়ে সাইদুর রহমান হিমেল (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০৯ জুন) সকালে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইদুর রহমান হিমেল উপজেলার কটালপুরের ফকিরপাড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে ওই কিশোর রেল লাইন ধরে হাঁটছিল। এসময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের নিচে সে কাটা পড়ে।

খবর পেয়ে সকাল ৯টায় সিলেট রেলওয়ে জিআরপি থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) ইয়ার আলীর নেতৃত্বে কিশোরের খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

নিহত কিশোরের বাবার বরাত দিয়ে সিলেট রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, সে মানসিক প্রতিবন্ধী ছিল। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।