আজকের দিন তারিখ ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব সু চির বিরুদ্ধে ঘুষের অভিযোগ নিয়ে আইনজীবীর রসিকতা

সু চির বিরুদ্ধে ঘুষের অভিযোগ নিয়ে আইনজীবীর রসিকতা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১২, ২০২১ , ২:৩৫ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : মিয়ানমারের বিক্ষোভকারীরা শুক্রবার আরও বিক্ষোভ ও ধর্মঘটের অঙ্গীকার করেছেন। এর একদিন আগে মানবাধিকার গোষ্ঠীগুলো বলেছে, নিরাপত্তা বাহিনী ১২ বিক্ষোভকারীকে হত্যা করেছে। আর ক্ষমতাচ্যুত স্টেট কাউন্সিলর অং সান সু চির বিরুদ্ধে আনা জান্তা সরকারের ঘুষের অভিযোগ নিয়ে বিদ্রূপ করেছেন তার আইনজীবী।
জান্তা সরকারের অভিযোগ, ক্ষমতায় থাকাকালে সোনাসহ ৬ লাখ ডলার ঘুষ নিয়েছিলেন সু চি। জবাবে এই নোবেলজয়ীর আইনজীবী খিন মং জ বলেন, এই অভিযোগ হচ্ছে সবচেয়ে মজার কৌতুক। তার অন্য দুর্বলতা থাকতে পারে, তবে নৈতিকতার ক্ষেত্রে দুর্বলতা নেই।
বৃহস্পতিবার সামরিক জান্তার মুখপাত্র ব্রিগেডিয়ার জাও মিন তুন এক সংবাদ সম্মেলনে সু চির বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগের কথা জানান। ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) এ নেত্রীকে এমনিতেই অবৈধভাবে যোগাযোগ সরঞ্জাম আমদানি ও করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ অবজ্ঞাসহ চারটি অভিযোগে বিচারের মুখোমুখি হতে হচ্ছে। এর সঙ্গে দুর্নীতির অভিযোগ যোগ করলে সু চির বড় ধরনের সাজা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।