আজকের দিন তারিখ ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস, স্পোর্টস লীড সুখবর পেলেন আমির

সুখবর পেলেন আমির


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০১৬ , ৯:২৮ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস,স্পোর্টস লীড


14কাগজ অনলাইন ডেস্ক: ইংল্যান্ড সফরের জন্য ১৭ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে পাকিস্তান। এই দলে রয়েছেন মোহাম্মদ আমিরও। তবে তার ভিসা জটিলতা ছিল।

২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লডর্স টেস্টে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত ছিলেন তিনি। আর সে কারণে নিয়মানুযায়ী ভিসা পাওয়ার কথা ছিল না আমিরের। কারণ, ইংল্যান্ডে যারা অপরাধমূলক কর্মকা-ে জড়িয়ে ফৌজদারি মামলায় আসামি হন ও কারাবাস করেন তাদেরকে পুনঃরায় ইংল্যান্ডে যেতে ভিসা দেয় না ব্রিটিশ ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

কিন্তু আমিরকে ভিসা দিতে সুপারিশ করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। আর সে কারণেই ভিসা পেতে পাক পেসারের করা আবেদন গ্রহণ করেছে ব্রিটিশ ইমিগ্রেশন কর্তৃপক্ষ। শিগগিরই ইংল্যান্ড যেতে ভিসা পাচ্ছেন নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা মোহাম্মদ আমির। পাকিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যমগুলোকে এমন খবরই ফলাও করে ছাপানো হয়েছে।

১৮ জুন ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করবে পাকিস্তান ক্রিকেট দল। সেখানে তারা চারটি টেস্ট, পাঁচটি একদিনের ম্যাচ ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।