আজকের দিন তারিখ ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব সুদানে বিমান বিধ্বস্ত, নিহত ৯

সুদানে বিমান বিধ্বস্ত, নিহত ৯


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৪, ২০২৩ , ৪:৫১ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : সুদানে একটি বেসামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৪জন সৈন্য ছিলেন। দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।

খবরে বলা হয়, সুদানের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, সুদানের পূর্বাঞ্চলে অবস্থিত পোর্ট সুদান বিমানবন্দরে আন্তনভ বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় বিমানে থাকা এক শিশু বেঁচে গেছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ হিসেবে সেনাবাহিনীর বিবৃতিতে ‘কারিগরি সমস্যা’র কথা উল্লেখ করা হলেও এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।