আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ‘সুশান্তের মতো হেলিকপ্টার শট কেবল ধোনিই মারতে পারেন’

‘সুশান্তের মতো হেলিকপ্টার শট কেবল ধোনিই মারতে পারেন’


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৬, ২০২০ , ৫:২৪ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মাহেন্দ্র সিংহ ধোনিকে পর্দায় ফুটিয়ে তুললে আট মাস পরিশ্রম করেছিলেন সুশান্ত সিং রাজপুত। ধোনির সব ক্রিকেট প্রজ্ঞা রপ্ত করে ফেলেছিলেন। যা দেখে ধোনি বলেছিলেন, তুই তো আমাকে ফটোকপি করে ফেলেছিস। আর শচীন টেন্ডুলকার মুগ্ধ হয়ে বলেছিলেন, সুশান্ত চাইলে পেশাদার ক্রিকেট শুরু করতে পারে। আত্মহত্যা করা সুশান্তের ‘এমএস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি’র কাজ নিয়ে স্মৃতি চারণ করে তার ট্রেনার মোরে বলেন, ‘আমার এখনও মনে আছে, সুশান্তের ব্যাটিং দেখে চমকে গিয়েছিলেন শচীন। বান্দ্রায় তার হেলিকপ্টার শটের অনুশীলন দেখে  বলেছিলেন, এই ছেলেটা কে? খুব ভাল ব্যাট করছিল।’ ধোনির বায়োপিকে অভিনয় করছেন শুনে শচীন বলেন, ‘ও চাইলে পেশাদার ক্রিকেট শুরু করতে পারে। দেখে বেশ ভালোই মনে হচ্ছে।’ ধোনির হেলিকপ্টার শট সুশান্ত এতটাই রপ্ত করেছিলেন যে রসিকতা করে মোরে বলেছিলেন, ‘সুশান্তের মতো হেলিকপ্টার শট কেবল ধোনিই মারতে পারেন।’ ক্যামেরার সামনে যাতে ঠিকঠাক তুলে ধরতে পারেন সেজন্য ধোনিকে খুব জ্বালিয়েছেন সুশান্ত। এরপর ধোনি তার মোবাইলে দেখলেন তার শরীরিভাষা, ব্যাটিং স্টান্স, গ্লাভস পরা, কাঁধ ঝাঁকান সবটাই শ্যুটিংয়ে তুলে ফেলেছেন সুশান্ত। যা দেখে ধোনি বলেছিলেন, ‘আরে তুই তো আমাকে ফটোকপি করে ফেলেছিস। রঞ্জি খেলবি নাকি!’