সুশান্তের মৃত্যু, যা মিলল ভিসেরা রিপোর্টে
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৩০, ২০২০ , ১১:১৫ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন
দিনের শেষে ডেস্ক : অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ভিসেরা রিপোর্টে কোনও বিষক্রিয়ায় সন্ধান মেলেনি। তবে সিবিআইয়ের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কাউকে ক্লিনচিট দেওয়া হয়নি। ভারতীয় গণমাধ্যম জি নিউজের খবর অনুযায়ী এমনটাই জানা যাচ্ছে। শিগগিরই সিবিআই তাদের রিপোর্ট জমা দেবে বলে খবর পাওয়া গেছে। প্রয়োজনে সুশান্তের পরিবারের সদস্যদের ফের একদফা জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর। সূত্রের খবর, সোমবার সিবিআইয়ের সঙ্গে বৈঠক করেন এইমসের ফরেন্সিক দলের আধিকারিকরা। এইমসের ফরেন্সিক দলের সদস্যরা সিবিআইকে রিপোর্টও জমা দিয়েছেন। তবে সিবিআইকে জমা দেওয়া সেই রিপোর্টে কী রয়েছে, সে বিষয়ে কিছু প্রকাশ করা হয়নি সরকারিভাবে।
যদিও জি নিউজের খবর অনুযায়ী, সুশান্তের ভিসেরা রিপোর্টে প্রকাশ্যে আসার পর সেখানে কোনও বিষক্রিয়ার সন্ধান মেলেনি বলেই খবর। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেওয়ার পর এইমসের তরফে চিকিৎসকদের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। সেই মেডিক্যাল বোর্ডের তরফেই প্রয়াত অভিনেতার ভিসেরা রিপোর্ট পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়।