আজকের দিন তারিখ ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন সুস্থ হয়ে দেশে ফিরলেন ফারিয়া

সুস্থ হয়ে দেশে ফিরলেন ফারিয়া


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১২, ২০২২ , ১১:১৮ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : ভারতের রাজধানী দিল্লির একটি হাসপাতালে গেল ২৭ নভেম্বর অভিনেত্রী শবনম ফারিয়ার নাকে অস্ত্রোপচার করা হয়। তারপর বড় বোনের বাসায় উঠেছিলেন অভিনেত্রী। আশা জাগানিয়া খবর হচ্ছে- সুস্থ হয়ে দেশে ফিরেছেন ফারিয়া। জানা গেছে, রোববার (১১ ডিসেম্বর) বিকেলে দেশে ফিরছেন ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী। শবনম ফারিয়া  বলেন, নাকের অবস্থা আগের চেয়ে অনেক ভালো। সবাই আমার জন্য দোয়া করবেন। যেন সম্পন্ন সুস্থ্য হয়ে কাজে ফিরতে পারি। দীর্ঘদিন ধরেই নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল শবনম ফারিয়ার। চিকিৎসক দেখানোর পর জানতে পারেন, তার নাকে জটিলতা রয়েছে। দিল্লি যাওয়ার পর এমনটিই জানিয়েছিলেন ফারিয়া। এ বিষয়ে ওই সময় ফারিয়া বলেছিলেন, এক বছর ধরে লক্ষ করছিলাম নিঃশ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছে। সে হিসেবে অনেক কার্ডিয়াক স্পেশালিস্ট দেখিয়েছি। অবশেষে দিল্লি এসে নিশ্চিত হলাম, সমস্যাটা কার্ডিয়াক নয়, নাকে। তিনি বলেছিলেন, আমার নাকের একটা হাড় বাঁকা, যা ক্রমশ বাঁকছে। সেটি কেটে ফেললে সমস্যা সমাধান হবে বলে চিকিৎসক বলেছেন। এদিকে, অস্ত্রোপচার শেষ হওয়ার পর ২৯ নভেম্বর ফারিয়া জানিয়েছিলেন, আমার চিকিৎসক ডা. কে কে হান্ডা বললেন, এক দিন পরেই ব্যান্ডেজ খুলে দেওয়া হবে। কিন্তু আগামী ৭ থেকে ১০ দিন আমার নাক দিয়ে রক্ত পড়তে থাকবে। একবার এটা সম্পন্ন হলেই বাড়ি ফিরে যেতে পারব। অবশেষে দেশে ফিরেছেন ‘দেবী’খ্যাত অভিনেত্রী। কিছুদিন বিশ্রাম নিয়ে শিগগিরই কাজে ফিরবেন শবনম ফারিয়া।