আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য সূচক বাড়লেও লেনদেন কমেছে শেয়ারবাজারে

সূচক বাড়লেও লেনদেন কমেছে শেয়ারবাজারে


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৩, ২০২৩ , ৫:১১ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে প্রতিবেদক :  দেশের শেয়ারবাজারে সোমবার (১৩ ফেব্রুয়ারি) সূচকের উত্থান ধারায় লেনদেন শেষ হয়েছে। এদিন বাজারে আগের দিনের চেয়ে লেনদেন কমেছে। অপরিবর্তিত ছিল অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৭০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭১ পয়েন্টে, ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট ৩১৪ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৫৬ কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ১১৩ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৫ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

ডিএসইতে মোট ৪৩৫ কোটি ৪১ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৭০ কোটি ৮৪ লাখ টাকা। এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৬ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৪৯৮ পয়েন্টে, সিএসসিএক্স ১২ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৮৯ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ২৭ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৬০ পয়েন্টে অবস্থান করছে।